নোবেল পুরস্কার বিজয়ী ড. ইউনূস কিসের ডাক্তার সেটি জানতে চেয়েছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি বলেছেন, একজন ডাক্তার আছেন। ড. ইউনূস। উনি পশুর ডাক্তার? না মাছের ডাক্তার, না গরুর ডাক্তার? না বাংলাদেশের মানুষের সর্বনাশার ডাক্তার।
রোববার (১৯ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন শেখ সেলিম।
এ সময় শেখ ফজলুল করিম সেলিম বলেন, উনি নাকি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। যত অশান্তি উনি বাংলাদেশে ঘটানোর জন্য (করেছেন)। উনি যা করেছেন, দেশের পাই–পয়সার উন্নতিও করেননি। উনি ক্ষতি করে গেছেন। সুদ খাইছে। একজন সুদখোর, ঘুষখোর।
অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে শেখ সেলিম বলেন, উনি (ড. ইউনূস) যে ৬ মিলিয়ন মার্কিন ডলার ক্লিনটন ফাউন্ডেশনে দিয়েছেন, এই টাকা কোত্থেকে দিয়েছেন, তা তদন্ত করুন। এটা মানি লন্ডারিংয়ের টাকা।
বিএনপি সরকারকে টেনে নামাতে চায় মন্তব্য করে দলটিকে সতর্ক করে শেখ সেলিম বলেন, তোরা যত টানবি আমাদের ক্ষমতা তত বাড়বে। আজকে ২০২২ সালে এসেছি। আরেকবার টান দিলে আমরা এবার ২০৫০ সালে চলে যাবো। তোরা থাক ব্যাটা।
ইউএইচ/
Leave a reply