উত্তর-মধ্যাঞ্চলের নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত; ডুবছে নিচু এলাকা

|

নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উত্তরে বেড়েছে ধরলা, তিস্তা, ঘাঘট, যমুনাসহ বেশিরভাগ নদ-নদীর পানি। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।

এরইমধ্যে বন্যা কবলিত হয়ে পড়েছে লালমনিরহাট-রংপুর-কুড়িগ্রাম-সিরাজগঞ্জসহ উত্তরের বেশিরভাগ জেলার নিচু এলাকা। কুড়িগ্রামে দুই লাখের বেশি মানুষ পানিবন্দি। ডুবেছে বাড়িঘর-রাস্তাঘাট-ফসলি জমি। ত্রাণ সংকটে বিপাকে বন্যা কবলিত এলাকার মানুষ।

ভারতের সাথে পাহাড়ি সীমান্ত আছে এমন জেলাগুলোয় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মধ্যাঞ্চলে ঢলের পানি নামছে। যমুনা-ব্রহ্মপুত্রে প্রবাহ বাড়তে থাকায় জামালপুরের মাদারগঞ্জ-ইসলামপুর-সরিষাবাড়ী ও বকশিগঞ্জে অন্তত ১৫টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। নেত্রকোণা আর শেরপুরেও দুর্ভোগে বানভাসিরা। সিরাজগঞ্জে যমুনার পানি বিপৎসীমার উপরে। দ্রুত পানি বাড়ছে ঢাকার চারপাশের নদ নদীতে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply