নাটোরে হেরোইনসহ আটক ১

|

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরে হেরোইনসহ ফিরোজ শেখ নামে একজনকে আটক করেছে করেছে র‌্যাব। সোমবার সকাল ১০টায় সদর উপজেলার একডালা এলাকায় অভিযান চালিয়ে ৩১৫ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। ৫৮ বছর বয়সী ফিরোজ শেখ দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের সমজান শেখের ছেলে।

নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একডালা এলাকায় বনলতা ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসায় র‌্যাব। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসযাত্রী ফিরোজ শেখের শরীর তল্লাশি করা হয়। এ সময় তার কাছে পলিথিনের প্যাকেটে রাখা ৩১৫ গ্রাম হেরোইন পাওয়া যায়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিরোজ শেখ স্বীকার করে, তিনি একজন মাদককারবারি। বিক্রির উদ্দেশে তিনি হেরোইন রাজশাহী থেকে দিনাজপুরে নিয়ে যাচ্ছিলেন। এ ব্যাপারে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply