হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ, জেলা প্রশাসনের সতর্কতামূলক মাইকিং

|

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এতে হুমকির মুখে রয়েছে শহর রক্ষা বাঁধ। বন্যাসহ যে কোনো পরিস্থিতি মোকাবেলায় শহরবাসীকে সতর্ক থাকতে মাইকিং করছে জেলা প্রশাসন।

সোমবার (২০ জুন) দুপুর থেকে শহরের বিভিন্ন এলাকায় বন্যা সতর্কতামূলক মাইকিং করা হয়। জেলা প্রশাসনের মাইকিংয়ে জানানো হয়, খোয়াই নদীর পানি বাল্লা ও শহরের মাছুলিয়া পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে শহর রক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। তাই শহরবাসীকে সতর্ক থাকতে বলা হয়।

জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (অতিরিক্ত) মিনহাজ আহমেদ শোভন জানান, পানি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আর বৃষ্টি না হলেও রাত পর্যন্ত পানি বৃদ্ধি পাবে। প্রতি ঘন্টায় পানি বৃদ্ধি ১০ সে.মি. করে বৃদ্ধি পাচ্ছে। এতে শহর রক্ষা বাঁধ ঝুঁকিতে রয়েছে। আমরা সেটি সার্বক্ষণিক মনিটরিং করছি এবং বালুর বস্তা ফেলা হচ্ছে। তবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বাঁধ উপচে শহরে পানি প্রবেশের সম্ভাবনা আছে।

তিনি আরও বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির জন্য শহরবাসীকে সতর্ক থাকতে হবে।

এদিকে, খোয়াই নদীর তীরবর্তী নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। এতে ওই এলাকার বেশ কিছু পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply