ইউক্রেন যুদ্ধ দীর্ঘ হবে: ন্যাটো মহাসচিব

|

ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ দীর্ঘ হবে বলে সতর্ক করেছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। জার্মান গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এই শঙ্কা জানান তিনি। বলেন, যুদ্ধ বেশ কয়েক বছর ধরে চলবে। এ বিষয়ে পশ্চিমা শক্তি এবং সামরিক জোটকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। খবর বার্তা সংস্থা এপির।

এ সময় ন্যাটো মহাসচিব সতর্কতা জানিয়ে বলেন, যুদ্ধের জন্য ইউক্রেনের মিত্র দেশগুলোকে চড়া মূল্য দিতে হচ্ছে। তবে মস্কো যদি তার সামরিক লক্ষ্য অর্জন করে তাহলে এর জন্য আরও চড়া মূল্য দিতে হবে। তবে এখনও রাশিয়ার কাছ থেকে ইউক্রেনের অঞ্চলগুলো উদ্ধারের সুযোগ রয়েছে বলে জানান জেন্স স্টলটেনবার্গ।

তিনি আরও বলেন, ইউক্রেনকে আরও আধুনিক অস্ত্র সরবরাহ করলে দেশটির পূর্বের দোনবাস অঞ্চল মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply