কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি

|

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে জেলার ৯টি উপজেলার ৫০টি ইউনিয়নের প্রায় সোয়া দুই লাখ মানুষ। দেখা দিয়েছে শুকনা খাবার ও বিশুদ্ধ পানির সংকট।

এছাড়াও বানভাসিদের মধ্যে পানিবাহিত চর্মরোগ ও ডায়রিয়া দেখা দিয়েছে। দুর্ভোগে পড়েছেন সীমান্তবর্তী এবং প্রত্যন্ত অঞ্চলগুলোতে অবস্থানরত বানভাসিরা। পানিতে নিমজ্জিত ১৩ হাজার ৭৭১ হেক্টর ফসলি জমি। এরইমধ্যে ভেসে গেছে চাষের ১১৫ মেট্রিক টন মাছ। এদিকে বন্যার্তদের চিকিৎসা সহায়তায় ৮৫টি মেডিকেল টিম এবং সার্বিক পর্যবেক্ষণে ৯ উপজেলায় ৯টি মনিটরিং টিম গঠন করা হয়েছে। গেল ৩ দিনে বন্যার পানিতে দুই উপজেলায় ২ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। লালমনিরহাটে তিস্তা, ধরলা, রত্বাই, সানিয়াজানসহ সবকটি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply