ইডি’র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন আজ রাহুল গান্ধি

|

ছবি: সংগৃহীত

অর্থ আত্মসাতের মামলায় আজ মঙ্গলবার (২১ জুন) ৫ম দিনের মতো ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-ইডি’র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।

একদিন বিরতির পর সোমবারও ইডি কার্যালয়ে হাজির করা হয় রাহুলকে। এ দিন ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি মামলায় প্রায় ১২ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। মধ্যরাতের পর কার্যালয় ছাড়ার সুযোগ পান।

রাহুলের প্রতি সমর্থন জানিয়ে দফায় দফায় বিক্ষোভ করেন দলীয় নেতাকর্মীরা। মোদি সরকার বিরোধী নেতাদের প্রশ্ন তোলার সুযোগ বন্ধ করে দিতে চায় বলে অভিযোগ করেন তারা।

ভারতীয় গণমাধ্যম বলছে, রাহুলকে ইডির জিজ্ঞাসাবাদ শেষ হতে পারে আজ। রাহুলকে তলব করায় ইডি হেডকোয়ার্টারের আশপাশে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রাহুলকে এ পর্যন্ত ৪দিনে ৪০ ঘণ্টার মতো জিজ্ঞাসাবাদ করা হয় ইডি কার্যালয়ে।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় বিয়ের ১০ মাস পর স্ত্রী জানতে পারলেন তার স্বামী পুরুষ না!

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply