জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল নেপাল

|

ছবি: সংগৃহীত।

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে নেপালে। সোমবার (২০ জুন) রাজধানী কাঠমান্ডুতে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। খবর ইউএস নিউজের।

সোমবার জ্বালানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত জানায় দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান নেপাল অয়েল করপোরেশন (এনওসি)। এতে প্রতি লিটার পেট্রোলে দাম বেড়েছে ১২ শতাংশ ও ডিজেলে ১৬ শতাংশ। এর ফলে গণ পরিবহনের ভাড়া বেড়েছে ৭ দশমিক ৭ শতাংশ। এ ঘোষণার পরই রাজধানীতে বিক্ষোভ শুরু করে ছাত্ররা।

আন্দোলনে যোগ দেয় সাধারণ মানুষও। নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে বিক্ষোভকারীরা। ভাঙচুর চালায় পুলিশের একটি গাড়িতে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। নেপালে কয়েক মাস ধরেই ঊর্ধ্বমুখী খাদ্য ও জ্বালানির দাম। মূল্যস্ফীতির কারণে ব্যাপক অসন্তোষ ছড়িয়েছে দেশটিতে। এরই মধ্যে জ্বালানির দাম বাড়ানোয় তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। তবে এ নিয়ে এখনও সরকার পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply