স্থানীয় জনপ্রতিনিধিদের পাশে না পাওয়ায় ক্ষুব্ধ সিলেটের বানভাসি মানুষ

|

স্থানীয় জনপ্রতিনিধিদের পাশে না পাওয়ায় ক্ষুব্ধ সিলেটের বানভাসি মানুষ। পানি নামতে শুরু করলেও এখনো মহাদূর্ভোগে তারা। পানি আর বিশুদ্ধ খাবারের সাথে কাপড় চোপড়েরও ভয়াবহ সংকটে দূর্গতরা।

ধীরগতিতে হলেও নামছে বন্যার পানি। কিছু উঁচু এলাকায় ঘরেও ফিরেছেন কেউ কেউ। সম্বল যা আছে তাই নিয়েই নতুন করে বাঁচার চেষ্টা তাদের। তবে বিধ্বস্ত ঘরবাড়ি, সাথে নেই খাবার। বড় সমস্যা যোগাযোগ ব্যবস্থার।

সিলেটের কানাইঘাট উপজেলার বড় একটি অংশ এখনও পানির নিচে। কবে যে পানি নামবে তা যেমন অজানা, তেমনি বেঁচে থাকার উপায় নিয়েও আছে শংকা।

উপজেলার সদরে যাদের বসবাস, তারা কিছুটা সহায়তা পেলেও প্রত্যন্ত বাসিন্দাদের অনেকেই তা পাননি। এমনকি গেলো এক সপ্তাহ বিপর্যস্ত অবস্থায় থাকলেও দেখা মেলেনি স্থানীয় মেম্বার, চেয়ারম্যান কিংবা সংসদ সদস্যের।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply