আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, নিহত কমপক্ষে ২৫০

|

ছবি: সংগৃহীত

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত হয়েছেন কমপক্ষে ২৫০ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দেড় শতাধিক মানুষ। দেশটির পাকতিকা প্রদেশে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১। খবর বিবিসির।

বুধবার (২২ জুন) ভোরে দেশটিতে এ ভূমিকম্প আঘাত হেনেছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেশটির পাকতিকা প্রদেশ।

প্রাথমিক তথ্য অনুসারে, এ ঘটনায় আরও দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। অবশ্য দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এখন পর্যন্ত ১৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

খবরে বলা হয়েছে, খোস্ত শহরের ৪৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। ভূভাগ থেকে ৫১ কিলোমিটার গভীরে এর কেন্দ্রস্থল ছিল। স্থানীয় প্রশাসনের দাবি, সময়ের সাথে বাড়তে পারে প্রাণহানির সংখ্যা।

ইউরোপিয়ান ভূমধ্যসাগরীয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুসারে, কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী পাকিস্তান ও ভারতেও।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply