চীনের ২৯টি যুদ্ধবিমানকে নিজ আকাশসীমা থেকে তাড়ালো তাইওয়ান

|

ছবি: সংগৃহীত

চীনের ২৯টি যুদ্ধবিমানকে নিজ আকাশসীমা থেকে তাড়ালো তাইওয়ান। মঙ্গলবার ছিল পাল্টাপাল্টি এই অবস্থান। এদিন ১৭টি ফাইটার জেট, ছয়টি এইচ-সিক্স বোমারু বিমান, অ্যান্টি সাবমেরিন প্লেন ঢোকে তাইওয়ানের আকাশসীমায়। সাথে ছিল একটি জ্বালানিবাহী অতিরিক্ত বিমান। খবর বার্তা সংস্থা এপির।

এ পরিস্থিতিতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, সতর্ক করার জন্য পাঠানো হয়েছে সমসংখ্যক বিমানের বহর। তাছাড়া সীমান্তে মোতায়েন ছিল ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও। অনুপ্রবেশকারী বিমানগুলোর গতিপথ পর্যবেক্ষণ করা হচ্ছিল।

উল্লেখ্য, মে মাসের শেষ নাগাদ চীনের ৩০টি যুদ্ধবিমান অনুপ্রবেশ ঘটায় তাইওয়ানের আকাশসীমায়। তার আগে জানুয়ারি মাসেও ৩৯টি ফাইটার জেট মহড়া চালায় তাইওয়ানের আকাশে। যাকে স্পষ্টভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে তাইপে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply