পারস্য উপসাগরে মার্কিন জাহাজকে ধাওয়া-পাল্টা ধাওয়া করা নিয়ে ফের উত্তেজনা ছড়িয়েছে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে। এই ঘটনায় তেহরানকে দোষারোপ করছে ওয়াশিংটন। মার্কিন জাহাজকে ধাওয়া করার অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। খবর নেভি টাইমসের।
মঙ্গলবার (২১ জুন) এ ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানায়, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি জাহাজ ইউএসএস সিরোক্কোর দিকে অপ্রত্যাশিতভাবে তেড়ে যায় ইরানের রিভল্যুশনারি গার্ডের একটি দ্রুতগামী নৌযান। সে সময় কাছাকাছি অবস্থান করছিল আরও দুটি ইরানি নৌযান। মার্কিন জাহাজ থেকে সতর্কতামূলক গুলিও ছোড়া হয়। ইরানের এমন আচরণকে বিপজ্জনক ও অপেশাদার বলে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র।
পরমাণু চুক্তি নিয়ে পাল্টাপাল্টি বাকযুদ্ধের মাঝেই আবার উত্তেজনা তৈরি হলো দেশ দুটির মধ্যে। তবে এ ঘটনা নিয়ে এখনও কোনো বিবৃতি দেয়নি তেহরান।
এসজেড/
Leave a reply