একসময়ে ক্রিকেটের তিন ফরম্যাটে শীর্ষ অলরাউন্ডার ছিলেন সাকিব আল হাসান। কিন্তু বর্তমানে শুধু ওয়ানডেতেই শীর্ষ স্থান ধরে রেখেছেন এই অলরাউন্ডার। টেস্টে বেশকিছুদিন অনিয়মিত ছিলেন সাকিব। ফলে র্যাংকিংয়েও হয়েছিল অবনতি। কিন্তু সম্প্রতি আইসিসির প্রকাশিত টেস্ট র্যাংকিংয়ে অনেক উন্নতি হয়েছে সাকিব আল হাসানের।
ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার ও ভারতের রবিচন্দ্রন অশ্বিনকে পেছনে ফেলে টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে সাকিব। তার সামনে এখন শুধু ভারতের রবিন্দ্র জাদেজা।
জাদেজা ৩৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন ও সাকিব আল হাসান ৩৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন।
সাম্প্রতিক ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ দল হারলেও ব্যাটে ও বলে দারুণ পারফরম্যান্স করেছেন এই অলরাউন্ডার।
/এনএএস
Leave a reply