মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার জহির আব্বাস। জিও টিভির প্রতিবেদনে বলা হয়, ইংল্যান্ডের রাজধানীতে একটি বেসরকারি হাসপাতালে আছেন তিনি। তাকে রাখা হয়েছে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে।
প্রতিবেদনে বলা হয়, লন্ডন যাওয়ার পথে দুবাইতে করোনায় আক্রান্ত হন তিনি। এরপর কিডনিতে ব্যাথা ও নিউমোনিয়ার সমস্যা তীব্র আকার ধারণ করে পাকিস্তানের সাবেক এই অধিনায়কের। অবস্থার অবনতি হওয়ায় লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন তিনি।
৭৪ বছর বয়সী জহির আব্বাসের প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০’টি সেঞ্চুরি ছিল। যে কারণে এশিয়ান ব্র্যাডম্যানের উপাধি পেয়েছিলেন জহির আব্বাস।
/এনএএস
Leave a reply