হাসপাতালে রনবীর-আলিয়াকে শেষ যা বলেছিলেন ঋষি কাপুর

|

ছবি: সংগৃহীত

আগামী ২৪ জুন মুক্তি পেতে যাচ্ছে নিতু কাপুরের নতুন ছবি ‘জুগজুগ জিয়ো’। আর সেই ছবির প্রচারণায় এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন এ অভিনেত্রী ও রনবীর কাপুরের মা। ছবির প্রচারণায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবার ভাগ করে নিলেন স্বামী ঋষি কাপুরের বলে যাওয়া কিছু কথা। বলেন, ছেলে রনবীর কাপুর আর হবু পুত্রবধূ আলিয়াকে বলা শেষ কিছু কথা। খবর আনন্দবাজার পত্রিকার।

নিতু বলেন, ঋষি কাপুর যখন অসুস্থ ছিলেন তখন প্রায়ই রনবীর ও আলিয়া হাসপাতালে গিয়ে বসে থাকতেন। ঋষি দেখতেন তাদের বসে থাকা। একদিন না পেরে তিনি রনবীর-আলিয়াকে ডেকে বলেন, তুম কিতনে ভেল্লে লোগ হো। সারা দিন বৈঠে রহতে হো।

পঞ্জাবিতে ‘ভেল্লে লোগ’ শব্দটি ব্যবহার হয় কর্মহীন বোঝাতে। আলিয়া-রণবীর সারা দিন হাসপাতালে বসে। তাই তাদের ‘ভেল্লে লোগ’ বলে রসিকতা করেছিলেন ঋষি। তিনি চাইতেন না রনবীর-আলিয়া তাদের কাজকর্ম ফেলে সেখানে বসে থাকুক।

সাংবাদিকদের নিতু আরও বলেন, সে সময়ে ঋষি রণবীর-আলিয়াকে দেখেই বলতেন আরে তোমরা বিয়ে করে ফেলো। এটাই ছিল ঋষি কাপুরের বলা শেষ কথা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply