আর্জেন্টিনায় আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত কমপক্ষে ৫, আহত ৩৫

|

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনায় বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫ জন। বৃহস্পতিবার (২৩ জুন) রাজধানী বুয়েন্স আয়ার্সের ওই ঘটনায় গুরুতর আহত আরও ৩৫ জন। খবর দ্য ইকোনমিক টাইমসের।

কর্তৃপক্ষ জানায়, আকস্মিক বিস্ফোরণের পর ভবনের সপ্তম ও অষ্টম তলায় ছড়িয়ে পড়ে আগুন। এতে দগ্ধ হন আটকে পড়া বাসিন্দারা। ঘটনার পর পরই অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুণ নিয়ন্ত্রণে আনা হয়। এসময় দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় ৪০ জনকে। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৫ জন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনও স্পষ্টভাবে কিছু জানাতে পারেনি প্রশাসন। এ বিষয়ে অনুসন্ধানে চলছে বলেও জানায় তারা।

ঘটনার পরই একটি সংবাদ সম্মেলনে প্রেসিডেন্টের মুখপাত্র গ্যাব্রিয়েলা সেরুতি ক্ষতিগ্রস্তদের প্রতি সরকারের সমবেদনা ব্যক্ত করেছেন এবং প্রয়োজনীয় সব ধরণের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply