১৫ সেপ্টেম্বরের মধ্যে ফুটবল ফেডারেশনের নির্বাচন না হলে ফিফার নিষেধাজ্ঞার মধ্যে পড়তে যাচ্ছে ভারত। ফিফা-এএফসি’র চার কর্মকর্তা দেশটির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে এই সময়সীমা বেঁধে দিয়েছে।
ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশনায় কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর দ্বারা পরিচালিত হচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। যা ফিফা আইনের বহির্ভূত।
নির্দেশনা অনুযায়ী, ৩১ জুলাইয়ের মধ্যে জাতীয় ফেডারেশনের গঠনতন্ত্র অনুমোদন করতে হবে। আর ১৫ সেপ্টেম্বরের মধ্যে হতে হবে নির্বাচন। আর যদি তা না হয় তাহলে ভারত ফিফা থেকে নিষিদ্ধ হতে যাচ্ছে। আর নিষিদ্ধ হলে আগামী অক্টোবরে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপও সরিয়ে নেয়া হবে ভারত থেকে। সূত্র: আনন্দবাজার।
আরও পড়ুন: ৬ উইকেটে হবে খেলা, দর্শকরা দিতে পারবেন ফ্রি হিট; শুরু হচ্ছে অদ্ভুত নিয়মের ক্রিকেট
জেডআই/
Leave a reply