আরলিং হ্যালান্ডের পরই শেষ হয়নি পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির দলবদলের বাজারে সক্রিয়তা। দ্বিতীয় ফুটবলার হিসেবে লিডস ইউনাইটেডের মিডফিল্ডার কেলভিন ফিলিপসকে দলে নিচ্ছে ম্যানচেস্টার সিটি।
ইংল্যান্ডের এই মিডফিল্ডারের জন্য লিডস ইউনাইটেডের সাথে ৫১ মিলিয়ন ডলারের বিনিময়ে চুক্তি পাকাপাকি হয়েছে গার্দিওলার দলের। লম্বা সময় ধরে মাঝ মাঠে ম্যান সিটিকে সার্ভিস দেয়া ৩৭ বছর বয়সী ব্রাজিলিয়ান ফার্নান্দিনিয়োর বিকল্প হিসেবে ফিলিপসকে দলে নিচ্ছে ম্যানসিটি। এই মুহূর্তে ছুটিতে থাকায় আনুষ্ঠানিকভাবে ফিলিপস সিটিতে যোগ দেবেন আগামী মাসে।
কেলভিন ফিলিপস বেড়ে উঠেছেন লিডসের অ্যাকাডেমিতে এবং ক্লাবটির সাবেক কোচ মার্সেলো বিয়েলসার অধীনে নিজেকে নিয়ে যান অন্য উচ্চতায়। অ্যালান রোডের ক্লাবটিতে চুক্তির আরও দুই বছর বাকী আছে কেলভিন ফিলপসের। তবে সিটির আগ্রহের ব্যাপারেও ইতিবাচক ছিলেন কেলভিন ফিলিপস।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজে বসে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে কেক কাটলেন ক্রিকেটাররা
/এম ই
Leave a reply