মাদক নির্মূলে গোয়েন্দা সংস্থা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সমন্বয়ে তালিকা করা হয়েছে। সেই অনুযায়ী হোতাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।
দুপুরে রাজধানীর ফার্মগেটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রমে তিনি একথা জানান।
এসময়, মাদক ব্যবসা, সেবন ও বহনের সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী।
তিনি বলেন, শিগগিরই ঢাকা মহানগরীকে মাদকমুক্ত করা হবে। এজন্য গণমাধ্যমসহ সমাজের সবার সহযোগিতা চান তিনি। মাদক দূর করতে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতিতে এক বিন্দুও ছাড় দেয়া হবে না বলে সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
Leave a reply