খালেদা জিয়ার জামিন আদেশ রোববার

|

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লা ও নড়াইলের দুটি মামলায় জামিন বিষয়ে আগামী রোববার আদেশ দেবে হাইকোর্ট। দুপুরে বিচারপতি এ বি এম আসাদুজ্জামান ও জেবিএম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে তৃতীয় দিনের মতো শুনানি শেষে এই আদেশ দেন আদালত।

গতকালের পর আজ তৃতীয় দিনের শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম দেশি-বিদেশি মামলার রেফারেন্স তুলে ধরে জামিনের বিপক্ষে যুক্তি দেন। তিনি বলেন, মামলাগুলো নিম্ন আদালতে বিচারাধীন। এই অবস্থায় জামিন দেয়া হলে, এখান থেকে উদাহরণ নিয়ে অন্যরাও উচ্চ আদালতে আসবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply