পথের কাঁটা হয়ে টিকে আছে মেয়ার্স, বৃষ্টিতে খেলা বন্ধ

|

ছবি: সংগৃহীত

সেন্ট লুসিয়ায় সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং শুরুর পর বৃষ্টিতে বন্ধ রয়েছে খেলা। প্রথম সেশনে টাইগাররা ২ উইকেট তুলে নিলেও সাকিব বাহিনীর পথের কাঁটা হয়ে টিকে আছেন কাইল মেয়ার্স। খেলা বন্ধ হওয়া পর্যন্ত ক্যারিবীয়দের সংগ্রহ ছিল ৭ উইকেটে ৩৭৬ রান। উইন্ডিজের লিড গিয়ে দাঁড়িয়েছে ১৪২ রানে।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেটে ৩৪০ রান করে দ্বিতীয় দিন শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। গতবছর বাংলাদেশে এসে চট্টগ্রাম টেস্টে দ্বিশতক রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলে বাংলাদেশকে পরাজয়ের মুখ দেখতে বাধ্য করেছিলেন কাইল মেয়ার্স। বাংলাদেশের বিরুদ্ধে মেয়ার্স সেই ফর্ম টেনে এনেছেন চলমান সিরিজেও। অ্যান্টিগায় প্রথম টেস্টে বল হাতে ঝলক দেখালেও সেন্ট লুসিয়া টেস্টে দেখালেন ব্যাটিংয়ের মুন্সিয়ানাও। ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে ১৪০ রানে অপরাজিত আছেন কাইল মায়ার্স। অর্ধশতকের দেখা পান অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট। ৪৫ রান আসে আরেক ওপেনার জন ক্যাম্পবেলের ব্যাট থেকে।

সেঞ্চুরিয়ান কাইল মেয়ার্স। ছবি: সংগৃহীত

৩২ রানের মধ্যে ৪ উইকেট তুলে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল টাইগার শিবির। কিন্তু ১১৬ রানের জুটি গড়ে বিপদ সামাল দেন কাইল মেয়ার্স ও জার্মেইন ব্ল্যাকউড। ব্ল্যাকউড এবম্নগ জশুয়া ডি সিলভার উইকেট দুটি নিয়েছেন মেহেদী মিরাজ। এরপর আলজারি জোসেফকে লিটন দাসের ক্যাচে পরিণত করেন খালেদ আহমেদ। নিজেদের প্রথম ইনিংসে ২৩৪ রানে অলআউট হয় বাংলাদেশ।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply