শিবসেনা বনাম শিবসেনা, কার হাতে যাবে মহারাষ্ট্রের ক্ষমতাসীন দলটির নিয়ন্ত্রণ

|

শিবসেনা বনাম শিবসেনা লড়াই! মহারাষ্ট্রের ক্ষমতাসীন দলটির নিয়ন্ত্রণ কার হাতে যাবে, সেই ইস্যুতে আজ সুপ্রিম কোর্টের মুখোমুখি হচ্ছেন বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে এবং মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে।

শিন্ডেসহ ১৫ বিধায়কের মন্ত্রিত্ব বাতিলের ঘটনায় উদ্ভব প্রশাসনের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিদ্রোহীরা। তাছাড়া বিধানসভায় তোলা অনাস্থা প্রস্তাব অন্যায়ভাবে খারিজ করে দিয়েছেন ডেপুটি স্পিকার, রয়েছে এমন অভিযোগও। ৩৪ বিদ্রোহী নেতা সই করেছিলেন সেই প্রস্তাবে। তাদের অভিযোগ, গেলো বছর ফেব্রুয়ারিতে স্পিকার পদত্যাগের পর নতুন কাউকে নিয়োগ দেয়া হয়নি। এরপর থেকেই চলছে স্বেচ্ছাচারীতা।

চলতি মাসের প্রথম থেকেই শিবসেনার নিয়ন্ত্রণ ঘিরে মহারাষ্ট্রে ছড়ায় উত্তেজনা। বিদ্রোহীদের অভিযোগ, জোট সরকারের মন যোগাতে দলীয় মূলমন্ত্র থেকে সরে এসেছে ঠাকরে পরিবার। এদিকে মুখ্যমন্ত্রী বলছেন, জোট সরকারে ভাঙন ধরাতে এটা বিজেপির কারসাজি।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply