পদ্মা সেতুতে প্রথম দিনে ২ কোটি ৯ লাখ টাকা টোল আদায়

|

পদ্মা সেতুতে প্রথম দিনে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছে। আর গাড়ি চলাচল করেছে ৫১ হাজার ৩১৬টি। সেতু কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

শনিবার (২৬ জুন) সকাল ৬টায় যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয় এ সেতু। এদিন পদ্মা সেতুর জাজিরা প্রান্তে টোল আদায় হয় ১ কোটি ৪৪ হাজার ৪০০ টাকা। আর এ প্রান্ত দিয়ে গাড়ি প্রবেশ করেছে ২৪ হাজার ৭২৭টি। অন্যদিকে, মাওয়া প্রান্তে ১ কোটি ৮ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়। ২৬ হাজার ৫৮৯টি যান চলাচল করেছে এ প্রান্ত দিয়ে।

গত শনিবার বহুল প্রতিক্ষীত পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply