ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সেদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা শরণার্থী নয়, বরং তারা মিয়ানমার থেকে আগত ‘অবৈধ অভিবাসী’। তাই তাদের বহিষ্কার করা বেআইনি হবে না।
রাজনাথ আরও বলেন, ভারতের এই পদক্ষেপের সমালোচনা করার কোনো অর্থ হয় না। কারণ মিয়ানমার সরকার নিজেই রোহিঙ্গাদের ফেরত নিতে ‘রাজি’ হয়েছে।
ভারতে বসবাসরত ৪০ হাজার রোহিঙ্গা মুসলিমের মধ্যে ১৪ হাজার রোহিঙ্গা জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) দ্বারা নিবন্ধিত। কিন্তু দিল্লি এদের কাউকেই শরণার্থী মনে করে না।
এদিকে সহিংসতার শিকার হওয়ার হতভাগ্য রোহিঙ্গাদের প্রতি কেন্দ্র ও বিজেপির মনোভাবের বিরোধিতা করেছে ভারতের বিরোধী রাজনৈতিক দল জাতীয় কংগ্রেস।
দলটির সিনিয়র মুখপাত্র আনন্দ শর্মা সম্প্রতি জানান, ‘মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা সহিংসতা ও নির্যাতনের শিকার, তাই তাদের সাথে অত্যন্ত সহানুভূতির সঙ্গে আচরণ করা উচিত। বাংলাদেশ সরকারও এই কথাটি বলেছে। এই মুহূর্তে আমাদের সামনে যে সঙ্কট তৈরি হয়েছে সেই বিষয়টিতে দিল্লির অত্যন্ত যত্নবান হওয়া উচিত।’
/কিউএস
Leave a reply