শ্রীলঙ্কায় আগামী দু’সপ্তাহ জরুরি পরিবহণ ছাড়া সবার কাছে পেট্রোল বিক্রি নিষিদ্ধ করেছে দেশটির সরকার। খবর দ্য গার্ডিয়ানের।
শ্রীলঙ্কার সরকারি বিবৃতিতে জানানো হয়, গণপরিবহন বা বাস, অ্যাম্বুলেন্স, ট্রেন এবং খাদ্যপণ্য বহনকারী যানবাহনকেই শুধু বিক্রি করা হবে ডিজেল ও পেট্রোল। আগামী ১০ জুলাই পর্যন্ত বহাল থাকবে এই সিদ্ধান্ত। এরমধ্যে, ব্যক্তিগত গাড়িগুলোকে দেয়া হবে না জ্বালানি। তাছাড়া, এই সময়ের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে সরকার। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ঘরে থেকে দাফতরিক কাজ সামলানোর নির্দেশনা দেয়া হয়েছে।
চলতি বছরের শুরু থেকেই চরম অর্থনৈতিক সঙ্কটে পড়ে শ্রীলঙ্কা। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ শূন্যের কোটায়। আন্তর্জাতিক সহযোগিতা না পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কা সরকার কিনতে পারবে না জ্বালানি তেল, বিদ্যুৎ ও ওষুধের মতো জরুরি পণ্য। সে কারণেই, বিকল্প পথ অবলম্বন করছে সরকার।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে লরির ভেতর থেকে ৪৬ জনের মরদেহ উদ্ধার
/এম ই
Leave a reply