নির্বাচনকালীন সরকার কেবল রুটিন কাজে সীমাবদ্ধ থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (২৮ জুন) দুপুরে নির্বাচন কমিশনে রাজনৈতিক দলগুলোর সাথে ইভিএম নিয়ে সংলাপে ওবায়দুল কাদের একথা জানান।
এ সময় ওবায়দুল কাদের বলেন, আইন প্রয়োগকারী সংস্থা ইসির অধীনে থাকবে। এতে সরকার হস্তক্ষেপ করবে না। তিনি আরও বলেন, কুমিল্লা নির্বাচনে দক্ষতার পরিচয় দিয়েছে ইসি।
দুপুরে ১৩ রাজনৈতিক দলের সাথে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। এ সময় ওবায়দুল কাদেরের নেতৃত্বে যোগ দেয় আওয়ামী লীগ। এর আগে দুই ধাপে নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে সংলাপ করেছে ইসি। আলোচনায় ইভিএমের পক্ষে-বিপক্ষে মত জানিয়েছে দলগুলো। দ্বিতীয় ধাপে আমন্ত্রণ জানালেও আলোচনায় অংশ নেয়নি বিএনপি।
এসজেড/
Leave a reply