পদ্মা সেতুতে মোটরসাইকেল বন্ধ কোনো স্থায়ী সিদ্ধান্ত নয়: নৌ পরিবহন প্রতিমন্ত্রী

|

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

পদ্মা সেতুতে মোটরসাইকেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়নি, এটা স্থায়ী কোনো সিদ্ধান্ত নয়। দ্রুতই সেতুতে গতি মাপার যন্ত্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার ( ২৮ জুন) সকালে সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয় বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ছিনতাইকারীরা যেমন অলংকার ছিনতাই করে, ঠিক তেমনি নাট বল্টু খুলে নেয়ার মাধ্যমে পদ্মা সেতুর অলংকার খুলে নেয়ার চেষ্টা করা হয়েছে। কিছু অযোগ্য ও দেশবিরোধী নেতৃত্বের কারণে কেউ কেউ এই চুরির পথ নিয়েছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের কারণে তারা উদ্বুদ্ধ হতে পারে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, ১০ হাজার কিলোমিটার নৌপথ তৈরি করা হচ্ছে । চাহিদা অনুযায়ী সে সব রুটে ফেরি চলবে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ফেরি আছে এবং থাকবে। চাহিদা অনুযায়ী ব্যবহার করা হবে। নৌপথ চলবে। ১০ হাজার কিলোমিটার নৌপথ তৈরি করা হচ্ছে। সড়ক ও রেলের পাশাপাশি নৌপথও চলবে।

আরও পড়ুন: পদ্মা সেতু দিয়ে পণ্য হিসেবে পিকআপে পার করা যাবে মোটরসাইকেল

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply