চার বছর আগে পোস্ট করা এক টুইটবার্তাকে উসকানিমূলক অভিযোগ এনে ভারতে এক সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। সাংবাদিকের নাম মোহাম্মদ জুবায়ের।
সোমবার (২৭ জুন) সন্ধ্যায় রাজধানী দিল্লি থেকে গ্রেফতার হন ঐ সাংবাদিক। তিনি অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা। প্রশাসনের দাবি- ২০১৮ সালের ঐ পোস্টে নির্দিষ্ট একটি ধর্মকে টার্গেট করে উসকানিমূলক শব্দ ও ছবি ব্যবহার করেছেন তিনি।
পুলিশের অভিযোগপত্রে উল্লেখ করা হয়, তার ওই পোস্টের মাধ্যমে বিঘ্নিত হতে পারতো সমাজের শান্তি। জিজ্ঞাসাবাদের জন্য তাকে পাঠানো হয় একদিনের পুলিশি হেফাজতে।
তবে, জুবায়েরকে কোনো নোটিশ দেয়া হয়নি এমন অভিযোগ সহকর্মীদের। তাকে গ্রেফতারের পর গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। অবিলম্বে তার মুক্তি দাবি করেছে সুশীল সমাজ।
/এনএএস
Leave a reply