আগামী মৌসুম থেকে ইতালিয়ান লিগে নতুন নিয়ম চালু করছে সিরি’আ কর্তৃপক্ষ। জানা গেছে, লিগ শেষে দুই দলের পয়েন্ট সমান হলে হেড টু হেডে নয় বরং শিরোপা নিষ্পত্তি হবে প্লে অফে।
ইতালির ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, ২০২২-২৩ মৌসুম থেকে কার্যকর হবে নতুন এ নিয়ম। শীর্ষ লিগের ক্লাবগুলোর সাথে বৈঠক করেই এমন সিদ্ধান্ত নিয়েছে সিরি’আ কর্তৃপক্ষ। জানা গেছে, প্লে-অফ ম্যাচে কোনো অতিরিক্ত সময় থাকবে না। ৯০ মিনিটে খেলায় সমতা থাকলে সরাসরি টাই ব্রেকারের মাধ্যমে হবে শিরোপার নিস্পত্তি।
প্রসঙ্গত, ইতালির শীর্ষ লিগের ইতিহাসে এখন পর্যন্ত একবারই প্লে-অফের মাধ্যমে শিরোপা নির্ধারণ করা হয়েছিল। ১৯৬৪ সালে ইন্টারকে ২-০ গোলে হারিয়ে সেবার চ্যাম্পিয়ন হয়েছিল বোলোনিয়া।
/এসএইচ
Leave a reply