তিস্তা নিয়ে আলোচনা হবে না: মমতা

|

পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মধ্যে বৈঠক হলেও তাতে তিস্তা পানি বণ্টন চুক্তি নিয়ে কোনো আলোচনা হবে না।

ভারতীয় সংবাদ সংস্থা ‘ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া’ এ খবর দিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, মমতা ব্যানার্জি আজ শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, ‘তিনি (শেখ হাসিনা) চলে যাওয়ার আগে কাল আমরা কলকাতায় বৈঠক করবো। তবে তাতে তিস্তা নদী নিয়ে আলোচনার স্থান নেই।’

এদিকে গতকাল বৃহস্পতিবারও মূখ্যমন্ত্রী বলেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার অত্যন্ত আন্তরিক সম্পর্ক রয়েছে, এবং কোনো ধরনের ভূ-রাজনৈতিক সীমানা তাতে বাধা হয়ে দাঁড়াবে না।

কলকাতা ভিত্তিক আনন্দবাজার পত্রিকাও সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, শেখ হাসিনা-মমতা বৈঠকে তিস্তা ইস্যু ওঠার সম্ভাবনা ক্ষীণ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply