হিলি প্রতিনিধি:
এক সপ্তাহের ব্যবধানে হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। গত সপ্তাহে এখানে প্রতি কেজি পেঁয়াজ ২৫ থেকে ২৭ টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪২ টাকায়।
বিক্রেতারা বলছেন, ভারতীয় পেঁয়াজের সরবরাহ বন্ধ থাকায় দেশি পেঁয়াজের ওপর চাপ বেড়েছে। এছাড়াও সামনে কোরবানির ঈদ, তাই চাহিদাও বেড়েছে পেঁয়াজের। একদিকে চাহিদা বৃদ্ধি অন্যদিকে সীমিত সরবরাহ, এই দুটি কারণে পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা।
এদিকে সরকারের পক্ষ থেকে পেঁয়াজ আমদানির অনুমতিপত্র বা আইপি না দেয়ায় গত ৫ মে থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। ব্যবসায়ীরা বলছেন, ভারতীয় পেঁয়াজের আমদানি শুরু হলে পেঁয়াজের
দাম কমে আসবে। ঈদের আগে সরকার পেঁয়াজের আইপি না দিলে পেঁয়াজের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের।
/এডব্লিউ
Leave a reply