ঠাকুরগাঁওয়ে পালিত হলো ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস

|

সাঁওতাল বিদ্রোহ দিবসে আয়োজিত র‍্যালি।

ঠাকুরগাঁও প্রতিনিধি:

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে ঠাকুরগাঁওয়ে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাব থেকে সাঁওতাল সম্প্রদায়ের একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের জায়গায় গিয়ে শেষ হয়।

পরে ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্তরে দিবসটির তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা । জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি যাকোপ খালকোর সভাপতিত্বে এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক বিষু রাম মুর্মু, উপদেষ্টা অ্যাড. ইমরান আলী, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, ঢেনা মুর্মুসহ আদিবাসী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা সমতলের আদিবাসীদের জন্য পৃথক স্বাধীন ভূমি কমিশন গঠনসহ সরকারি শিক্ষা অনুদান বৃদ্ধি, আদিবাসী সুরক্ষা, সম্পত্তি রক্ষা ও সরকারি চাকুরির ক্ষেত্রে সমঅধিকারের দাবি জানান।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply