লোক ও কারুশিল্পে অসাধারণ অবদানের জন্য আটজনকে দেয়া হলো বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পুরস্কার।
বৃহস্পতিবার (৩০ জুন) সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার রুমে পুরস্কার তুলে দেয়া হয়। এবছর লোক ও কারুশিল্পী পদক, শিল্পাচার্য জয়নুল আবেদিন আজীবন সম্মাননা পদক, লোক ও কারুশিল্প উদ্যোক্তা পুরস্কার ও মিডিয়া ফেলোশিপ দেয়া হয়েছে। মোট আটজনের হাতে এ পুরস্কার তুলে দেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর।
আয়োজকরা জানালেন, এখন থেকে প্রতিবছর কারুশিল্পীদের সম্মানিত করা হবে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিনসহ চারুকলার শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
/এডব্লিউ
Leave a reply