যুদ্ধে সোভিয়েত আমলের মিসাইল ব্যবহার করছে রাশিয়া

|

ইউক্রেনে চলমান যুদ্ধে সোভিয়েত আমলের ত্রুটিযুক্ত মিসাইল ব্যবহার করছে রাশিয়া। বৃহস্পতিবার (৩০ জুন) এ তথ্য জানান ইউক্রেনীয় ব্রিগেডিয়ার জেনারেল ওলেক্সাই রোমোভ।

ইউক্রেনীয় ব্রিগেডিয়ারের দাবি, গত দুই সপ্তাহে অ্যান্টি শিপ মিসাইলগুলোর ব্যবহার বেড়েছে দ্বিগুণ। লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম নয় সাড়ে ৫ টন ওজনের কেএইচ-টোয়েন্টি টু। সে কারণেই বাড়ছে বেসামরিক ক্ষয়ক্ষতি। যার সাম্প্রতিক উদাহরণ ক্রেমেনশুক। সেখানকার শপিংমলে চালানো হামলায় প্রাণ গেছে ১৮ জনের।

ব্রিগেডিয়ার জেনারেলের দাবি, জুন মাসের প্রথমার্ধেই এ ধরনের দুই শতাধিক মিসাইল ছুড়েছে রুশ সেনাবহর। যেগুলোর আঘাতে ধ্বংসস্তুপে পরিণত হয় ৬৮টি বেসামরিক ঘরবাড়ি ও স্থাপনা। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রতিবেদন অনুসারে, রাশিয়ার হাতে দ্রুতগতিতে ফুরাচ্ছে আধুনিক সমরাস্ত্র এবং যুদ্ধ সরঞ্জাম। তাই মজুদে থাকা ষাটের দশকের অস্ত্র-গোলাবারুদ ব্যবহারে বাধ্য হচ্ছে পুতিনের সেনাদল।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply