গণতান্ত্রিক সরকারের দাবিতে আবারও বিক্ষোভে উত্তাল আফ্রিকার দেশ সুদান। বৃহস্পতিবার (৩০ জুন) দেশজুড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭ জন।
বিবিসির খবর বলছে, রাজধানী খার্তুম, ওমদুরমানসহ বেশ কয়েকটি শহরের রাজপথে নামেন লাখো বাসিন্দা। সেনাশাসকের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। টায়ার জ্বালিয়ে ও পাথর দিয়ে অবরোধ করেন সড়ক। খার্তুমে বিশাল র্যালি নিয়ে প্রেসিডেন্টের বাসভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে এগিয়ে যান আন্দোলনকারীরা।
দেশজুড়েই নিরাপত্তা বাহিনীর বাধার মুখে পড়েন তারা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিক্ষেপ করা হয় জলকামান, টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি। এতে ওমদুরমান শহরে ৪ জন, খার্তুমে ১ জন ও বাহরি শহরে ২ জন প্রাণ হারান। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অনেকে।
ঘটনার পরপরই দেশজুড়ে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগ বিছিন্ন করে দেয়া হয়। বড় ধরনের বিক্ষোভের আশঙ্কায় শহরের সংযোগ সড়কও বন্ধ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী।
২০২১ সালের অক্টোবরে সামরিক অভ্যুত্থানের পর থেকে বিক্ষোভের সূত্রপাত। একবছরেই দেশটিতে প্রাণ হারিয়েছে কমপক্ষে ১০৯ জন।
/এডব্লিউ
Leave a reply