বিশ্বনবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা ভারত। এর পরই বিজেপি থেকে বহিষ্কার হন নূপুর শর্মা। এবার ভারতীয় সুপ্রিম কোর্ট তাকে গোটা দেশের কাছে ক্ষমা চাওয়ার নির্দেশ দিল। খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির।
ওই ঘটনার জেরে মামলাও হয় সুপ্রিম কোর্টে। এবার শুক্রবার (১ জুলাই) সেই মামলার রায় ঘোষণা করলো সুপ্রিম কোর্ট। রায়ে নূপুর শর্মাকে উদ্দেশ্য করে আদালত বলেন, তার মন্তব্যের জেরে গোটা দেশে যা ঘটেছে তার জন্য তিনি একাই দায়ী। এসময় নূপুর শর্মার সেদিনের প্রসঙ্গ টেনে বিচারপতি সূর্যকান্ত বলেন, আমরা সেই টেলিভিশন শোটি দেখেছি। তিনি যেভাবে পুরো বিষয়টি উপস্থাপন করেছেন, একজন আইনজীবী হিসেবে তার লজ্জা হওয়া উচিত এবং পুরো জাতির কাছে তার ক্ষমা চাওয়া উচিত।
নূপুর শর্মার আইনজীবী আদলতে বলেন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তাকে প্রাণ নাশের হুমকি দেয়া হচ্ছে। এ কথার জবাবে আদালত বলেন, তার জন্য দেশে যা কিছু ঘটেছে তার জন্য তিনি একাই দায়ী।
এটিএম/
Leave a reply