হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, টেটাবিদ্ধসহ আহত ৩০

|

স্টাফ করেসপনডেন্ট, হবিগঞ্জ:

হবিগঞ্জ শহরতলীর আলমপুর গ্রামে মোবাইল কেনা বেচা নিয়ে দু’পক্ষের ২ ঘণ্টাব্যাপী ভয়াবহ সংঘর্ষে মামুন মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (১ জুলাই) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা ও বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত মামুন মিয়া ওই গ্রামের আমির আলীর পুত্র। এছাড়া এ ঘটনায় টেটাবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় টেটাবিদ্ধ ১ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, আলমপুর গ্রামের রিপন ও সুহেল মিয়া নামে দুই যুবকের মধ্যে গত কয়েকদিন যাবত মোবাইল কেনা বেচা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে শুক্রবার বিকেলে তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ও বানিয়াচং থানা পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: সুন্দরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply