টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেদের শেষ ৫ ম্যাচের ৪টিতেই পরাজিত হওয়া বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ শনিবার (২ জুলাই) নামছে ডমিনিকায়। ব্যর্থতার বৃত্ত ভাঙতে মরিয়া দুই দলের সামনে আছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আদর্শ কম্বিনেশন খুঁজে বের করার তাগিদ।
বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের মতে, সাদা বলের ক্রিকেটে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে টাইগাররা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর আসন্ন আসরটিতে ভালো করার প্রস্তুতি এখান থেকেই শুরু করতে চায় বাংলাদেশ।
টেস্টের হতাশা ভুলে টি-টোয়েন্টিতে ভালো শুরু করতে চান বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। যেখানে ম্যাচে মানসিকভাবে যারা সুস্থ থাকবে তারাই এগিয়ে যাবে বলে জানান টাইগার দলপতি। ক্রিকেটের ছোট ফরম্যাটে হার্ড হিটারের বিকল্প নেই, সেই পাওয়ার ব্যাটিংয়ের অভাবটাই বেশি বলে মনে করেন রিয়াদ।
অন্যদিকে, স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজেরও আছে অনেক কিছুই প্রমাণ করার। চ্যাম্পিয়ন হিসেবে টি-টোয়েন্টি আসরে গিয়ে খালি হাতেই ফিরতে হয় ক্যারিবীয়দের। এই ফরম্যাটে দীর্ঘদিন খেলা বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও নিয়েছেন অবসর। তাই দল গড়ার প্রক্রিয়া হিসেবে এই টুর্নামেন্টকে বেশ গুরুত্বের সাথে দেখছে ক্যারিবীয়রা।
আরও পড়ুন: দুই ওপেনারকে মারকুটে ব্যাটিংয়ের ছাড়পত্র দেয়া হয়েছে: নির্বাচক
/এম ই
Leave a reply