লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর পাঠানো তিনটি ড্রোন ধ্বংস করেছে ইসরায়েল। শনিবার (২ জুলাই) এক বিবৃতিতে এ দাবি করেছে দেশটির সেনাবাহিনী। খবর আলজাজিরার।
বিবৃতিতে জানা যায়, উপকূলীয় গ্যাস ফিল্ডের দিকে পাঠানো হয়েছিল ড্রোনগুলো। তার আগেই ভূমধ্যসাগরে ধ্বংস করা হয় সেগুলো। তিনটি ড্রোনের কোনোটিই অস্ত্র বহন করছিলো না বলে জানানো হয় সেনাবাহিনীর বিবৃতিতে। ফাইটার জেট দিয়ে একটি ও যুদ্ধজাহাজের মাধ্যমে ধ্বংস করা হয় অপর দু’টি।
হিজবুল্লাহ গোষ্ঠীর দাবি, পূর্ণ হয়েছে তাদের মিশন। যে তথ্যের জন্য পাঠানো হয়েছিল, ধ্বংসের আগেই তা সরবরাহ করেছে ড্রোনগুলো। তবে লেবানন কর্তৃপক্ষের তরফ থেকে এ বিষয়ে কিছু বলা হয়নি।
এটিএম/
Leave a reply