নারায়ণগঞ্জে শিক্ষকের পিটুনিতে দুই ছাত্রী আইসিইউতে, শিক্ষক বরখাস্ত

|

ছবি: সংগৃহীত

রূপগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঈদের ছুটির আনন্দে বিদ্যালয়ে চুমকি নিয়ে খেলা করায় ১৬ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেছেন স্কুলের বাংলা বিভাগের শিক্ষক জসিম উদ্দিন। এদের মধ্যে তানজিলা আক্তার (১৪) ও সামিয়া সিমি নিশী (১৪) নামে সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেললে তাদেরকে স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন স্কুলের শিক্ষকেরা। বর্তমানে তারা ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

গত শনিবার দুপুরে উপজেলার তারাবো পৌরসভার বরপা হাজী নুর উদ্দিন আহাম্মদ উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ইতোপূর্বে ছাত্রী অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা রয়েছে। সেই মামলায় জেল থেকে জামিনে বের হয়ে আবারও শিক্ষকতা করছেন তিনি। এমন একজন তালিকাভুক্ত আসামিকে স্কুলের শিক্ষকতায় পূর্ণ নিয়োগ দেয়া নিয়ে প্রশ্ন উঠছে জনমনে। অনেকেই বলছেন, তিনি তারাবো পৌরসভার ৬নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ায় মামলার আসামি হয়েও শিক্ষকতা করতে পারছেন।

শিক্ষার্থী সামিয়া সিমি নিশীর মা বিউটি আক্তার জানান, স্কুলের ঈদকালীন ছুটি উপলক্ষে গত শনিবার দুপুরে বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীরা চুমকি মেখে আনন্দ করছিল। এতে ক্ষিপ্ত হয়ে শিক্ষক জসিম উদ্দিন দুটো বেত দিয়ে পিটিয়ে বিভিন্ন ক্লাসের ১৬ জন শিক্ষার্থীকে আহত করেন। এদের মধ্যে তার মেয়ে নিশী এবং নিশীর সহপাঠী তানজীলাকে মেঝেতে ফেলে এলোপাথাড়ি লাথি মারেন ওই শিক্ষক। উভয় শিক্ষার্থী এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে তাদেরকে পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করায় স্কুলের অন্যান্য শিক্ষকরা।

এদিকে, ইউএস বাংলা মেডিকেল হাসপাতালের আইসিইউ বিভাগের চিকিৎসকেরা জানান, দুই শিক্ষার্থী ভর্তি হবার সময় বমি করেছেন, পেটে এবং বুকে ব্যথা অনুভব করেছেন। বেত্রাঘাতের দাগও ছিল। এ কারণে আইসিইউ বিভাগের এসডিওতে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তারা এখন উভয়ে সুস্থ রয়েছেন।

এই নির্যাতনের ঘটনায় রোববার দুপুরে শিক্ষক জসিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। স্কুলের প্রধান শিক্ষক জওহর লাল ঘোষ বলেন, শিক্ষার্থী ধর্ষণ, অপহরণ ও হত্যার ঘটনায় শিক্ষক জসিম উদ্দিন বর্তমানে জামিনে রয়েছেন। আদালতের রায়ের পর তার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নির্যাতনের ঘটনায় শিক্ষক জসিম উদ্দিনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন শিক্ষার্থী নিশীর মা বিউটি আক্তার। কিন্তু এ ঘটনায় পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ না করায় হতাশা প্রকাশ করেছেন তিনি। তার অভিযোগ, প্রভাবশালী একটি মহল তাকে বাঁচানোর চেষ্টা করছে।

নারায়ণগঞ্জ পুলিশের সহকারী পুলিশ সুপার আবির হোসেন জানান, লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply