র‍্যাবের সাবেক কর্মকর্তার ব্যাংক হিসাব বন্ধ: তথ্য কমিশনে অভিযোগের পর শুনানি

|

বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক। গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্র র‍্যাব ও সংস্থাটির সাবেক-বর্তমান যে ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয়, তাদের মধ্যে তিনি একজন।

নিষেধাজ্ঞার পর ওই কর্মকর্তার ব্যাংক হিসাব ও ক্রেডিট কার্ডের লেনদেন বন্ধ করে দেয় বেসরকারি প্রাইম ব্যাংক। কিন্তু এ বিষয়ে তথ্য সরবরাহ করেনি অ্যাকাউন্টধারীকে। ব্যাংকে একাধিকবার যোগাযোগ করেও ফল না পেয়ে তথ্য কমিশনে অভিযোগ দায়ের করেন তিনি।

এ নিয়ে তথ্য অধিকার আইনে অভিযোগে পর শুনানি হয়েছে আজ রোববার (৩ জুলাই)। কমিশন রায় দেবে ১৮ জুলাই।

জাহাঙ্গীর আলমের আইনজীবী শেখ আনজুম আহমেদের অভিযোগ, উদ্দেশ্যেপ্রণোদিতভাবে হিসাব বন্ধ করেছে ব্যাংক।  ব্যক্তিগত হিসাবের তথ্য পাওয়ার অধিকার আছে গ্রাহকের। অন্যদিকে ব্যাংক জানায়, যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের চিঠির কারণে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। আর শুনানি নিয়ে কথা বলতে চাননি প্রাইম ব্যাংকের আইনজীবী ও কর্মকর্তারা।

র‍্যাবের সাবেক এ কর্মকর্তার অভিযোগে বলা হয়, ব্যাংকটির গুলশান শাখায় তথ্য চেয়ে আবেদন করে উত্তর মেলেনি। পরে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবরেও আবেদন করা হয়।

তবে, এক চিঠিতে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি উল্লেখ করে প্রাইম ব্যাংক। চিঠিটি ১৬ মে ইস্যু করা হয়েছে উল্লেখ করা হলেও ২৬ মে অভিযোগকারী সেটি হাতে পেয়েছেন বলে জানান আইনজীবী।

এদিকে, ব্যাংকটি অতি উৎসাহী হয়ে লেনদেন বন্ধ করেছে বলে জানান র‍্যাব কর্মকর্তারা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply