বন্যাকবলিত এলাকায় সরকারের কার্যক্রমে সন্তুষ্ট জাতিসংঘ। রোববার (৩ জুলাই) দুপুরে সিলেটের গোয়াইনঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে এ কথা বলেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস।
তিনি বলেন, বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা সরকারের একার পক্ষে সামলানো সম্ভব নয়। সংকট মোকাবেলায় সরকার ও এনজিও একসাথে কাজ করবে বলেও জানান তিনি। এর আগে গোয়াইনঘাটের নন্দির গাও এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেন গুইন লুইস। এ সময় সাথে ছিলেন ডব্লিউএফপি, ইউএনএফপি, ইউনিসেফ প্রতিনিধিরা।
গুইন লুইস আরও বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর বন্যাকবলিত এলাকার ভয়াবহ চিত্র আমরা দেখেছি। বিশেষ করে নারী ও শিশুরা খুব ঝুঁকির মধ্যে আছে। তবে ক্ষয়ক্ষতি মোকাবেলায় সরকারের কার্যক্রমে সন্তুষ্ট আমরা।
/এমএন
Leave a reply