ডেনমার্কের রাজধানীর একটি শপিংমলে গোলাগুলিতে প্রাণ হারালেন কমপক্ষে ৩ জন। রোববার (৩ জুলাই) রাতের ঐ হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা সংকটাপন্ন।
সিএনএন’র এক প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় ২২ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল নাগাদ তাকে হাজির করা হবে কোপেনহেগেন আদালতে। ডেনিশ ঐ নাগরিকের কাছ থেকে একটি স্বয়ংক্রিয় অস্ত্র এবং কয়েক রাউন্ড গুলি জব্দ করেছে পুলিশ।
মোটিভ না জানলেও, এখনই একে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিতে নারাজ পুলিশ। চলছে সিসিটিভির ফুটেজ বিচার-বিশ্লেষণ।
স্থানীয় সময় রাতে, রাজধানীর দক্ষিণাঞ্চলীয় জনপ্রিয় ফিল্ড শপিং মলে গোলাগুলি শুরু হয়। মুহুর্তেই আতঙ্কিত মানুষজন ছোটাছুটি শুরু করেন। নিরাপত্তা বাহিনীর সহায়তায় তাদের উদ্ধার করা হয়।
এ ঘটনায়, নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও রাজপরিবার। তারা বলেন, শান্তিপ্রিয় ডেনমার্ককে বিভক্ত করতেই এ কারসাজি।
/এনএএস
Leave a reply