ইতালির আল্পস পবর্তমালার হিমবাহ ধসে প্রাণ হারালেন কমপক্ষে ৬ পর্যটক। রোববার (৩ জুলাই) ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ অনেকে। খবর দ্য গার্ডিয়ানের।
ট্রেন্টো প্রাদেশিক সরকার জানিয়েছে, স্কি করার সময় পর্যটকদের ওপর গড়িয়ে পড়ে বিশালাকার হিমবাহ। অনেকেই বরফের নিচে চাপা পড়েছেন। তাদের সন্ধানে হেলিকপ্টারের মাধ্যমে চলছে তল্লাশি অভিযান।
উদ্ধারকারী লুইগি ফেলিসেটি ইতালীয় রাষ্ট্রীয় টিভিকে বলেন, আমরা মৃত মানুষ এবং বিশাল বরফ, পাথর দেখতে পেয়েছি সেখানে।
ধারণা করা হচ্ছে, বাড়বে প্রাণহানি। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। গেলো শনিবার, আল্পস পাদদেশের শহরগুলোয় দাবদাহ অনুভূত হয়। আবহাওয়াবিদদের আশঙ্কা, প্রচণ্ড গরমেই গলে পড়েছে হিমবাহ।
এটিএম/
Leave a reply