ডা. জাফরুল্লাহর ঘোষণা আদালত অবমাননার শামিল: তথ্যমন্ত্রী

|

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়াকে মুক্ত করতে ডা. জাফরুল্লাহর উচ্চ আদালত ঘেরাও এর ঘোষণা আদালত অবমাননার শামিল। তার এমন মন্তব্যের বিষয়টি আদালত বিবেচনা করবে।

সোমবার (৪ জুলাই) সচিবালয়ে জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি। বলেন, জাফরুল্লাহ পূর্ণিমা রাতে খালেদা জিয়াকে নিয়ে পদ্মা সেতু দেখতে যেতে পারে, যদি খালেদা রাজি হয়। আর শেখ হাসিনা তো দিনের বেলায় আজও পদ্মা সেতুতে গিয়েছেন। এখন প্রশ্ন জাফরুল্লাহ সাহেব কেন খালেদা জিয়াকে নিয়ে পূর্ণিমায় পদ্মা দেখতে চান?

পদ্মা সেতু নিয়ে বিএনপি নেতাদের সমালোচনার জবাবে তথ্যমন্ত্রী বলেন, পদ্মা সেতু বিএনপির গলার কাঁটা। যেখানে সারা দেশের মানুষ উল্লাসিত, সেখানে বিএনপি লজ্জিত। রিজভী আহমেদের চিকিৎসা দরকার। দীর্ঘদিন অসুস্থ ছিলেন, মনে হয় পুরোপুরি সুস্থ হননি।

প্রসঙ্গত, আলেম-ওলামা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে ১০ হাজার লোক নিয়ে হাইকোর্ট ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী।

গতকাল রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী এ ঘোষণা দেন। এ সময় বলেন, আজকে আমাদের একটা মাত্র দাবি— দুই দিনের মধ্যে সব আলেম, রাজনৈতিক কর্মীসহ, খালেদা জিয়াকে জামিনে মুক্তি দিতে হবে। অন্যথায় আপনারা তৈরি হন, ১০ হাজার লোক নিয়ে হাইকোর্ট ঘেরাও করব। ওদের জামিন ছাড়া এবার হাইকোর্টে কোনো জামাত হবে না।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply