সিরাজগঞ্জে কলেজ শিক্ষকের বাড়িতে উদ্ধারকৃত বস্তুটি বোমা নয়

|

সিনিয়র করেসপনডেন্ট, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপরেখী গ্রামের আব্দুল গফুর (৫৫) নামে এক কলেজ শিক্ষকের বাড়ি থেকে উদ্ধারকৃত বস্তুটি বোমা নয়। সোমবার (৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে র‍্যাব হেডকোয়ার্টারের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের মেজর মশিউর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ঢাকা থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) হেড কোয়ার্টারের বোমা নিস্ক্রিয়করণ টিম এসে পরীক্ষা করে দেখেছে যে টেপে মোড়ানো বস্তুটি বোমা নয়। তবে আতঙ্ক সৃষ্টি করতে বোমার আদলে এটা তৈরি করা হয়েছিল।

এনায়েতপুর থানার ওসি আনিসুর রহমান যমুনা নিউজকে জানান, বোমা সদৃশ বস্তুটি দেখার পর পুলিশ স্কোয়াড দিয়ে দুপুর থেকে বাড়িটি ঘিরে রেখে র‍্যাবের বোমা নিস্ক্রিয়করণ স্কোয়াডকে খবর দেয়া হয়। রাতেই বোমা নিস্ক্রিয়করণ স্কোয়াড এসে বস্তুটি পরীক্ষা নিরীক্ষা করে এবং সেটি বোমা নয় বলে নিশ্চিত করে। তিনি আরও বলেন, এ ঘটনাটির তদন্ত চলছে। শিগগিরই অপরাধীকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply