যমুনায় সংবাদ প্রচারের পর নাটোর পাসপোর্ট অফিসের অনিয়ম অনুসন্ধানে তদন্ত কমিটি

|

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

যমুনা টিভিতে সংবাদ প্রচারের পর নাটোর পাসপোর্ট অফিসের অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৪ জুলাই) পাসপোর্ট অফিসের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক সালাহউদ্দিনকে আহবায়ক এবং বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আজমল কবিরকে সদস্য সচিব করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটি মঙ্গলবার বিকেলে নাটোর আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করার কথা রয়েছে। এ সময় তারা পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারী ও যমুনা নিউজের প্রতিবেদকের  সাথে কথা বলবেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, রোববার দিনব্যাপী যমুনা টেলিভিশনে ‘নাটোর পাসপোর্ট অফিস দুর্নীতির স্বর্গরাজ্য’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়। যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে।

 

আরও পড়ুন: নাটোর পাসপোর্ট অফিসে ঘুষ লেনদেন, ক্যামেরায় ধরা পড়ে বললেন, এগুলো এডিট করা যায়

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply