নড়াইলে মাদক মামলায় দুই মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

|

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে মাদক মামলায় দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরের দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. কেরামত আলি এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিল না।

পলাতক মাদক কারবারিরা হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া থানার রামভদ্রপুর গ্রামের মৃত ইমাম সরদারের ছেলে মো. আলি হোসেন সরদার (৩০) ও আ. রশীদ মোড়লের ছেলে মো. মিঠু মোড়ল (২৮)।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৫ আগস্ট নড়াইল সদরের আফরা চৌরাস্তায় যানবাহন তল্লাশিকালে দুপুর ১২টা ৩০ মিনিটে একটি নম্বরবিহীন ওয়ালটন মোটরসাইকেল তল্লাশিকালে মোটরসাইকেলের সিটের নীচে ও সাইড কভার থেকে ৫২ বোতল ফেনসিডিলসহ মো. আলি হোসেন ও মো. মিঠু মোড়লকে আটক করা হয়। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা হয়। ৯ জনের সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রায়ের সময়
আসামিরা পলাতক ছিল।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply