ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক: মার্কিন প্রতিবেদন

|

ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতেই প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলেহ। তবে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়নি তাকে। মার্কিন পররাষ্ট্র দফতরের প্রকাশিত তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য। খবর সিএনএন এর।

সোমবার (৪ জুলাই) মার্কিন পররাষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়, সম্ভবত ইসরায়েলি বাহিনীর গুলিতেই প্রাণ হারিয়েছেন আকলেহ। তবে যে বুলেটের আঘাতে শিরিনের মৃত্যু হয়েছে, তার উৎস নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি মার্কিন তদন্তকারীরা। উদ্দেশ্যমূলক হত্যারও মেলেনি কোনো প্রমাণ। এদিকে এ প্রতিবেদনের কঠোর সমালোচনা করেছে শিরিনের পরিবার ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এটিকে পক্ষপাতমূলক বলে দাবি করেছেন তারা।

গেল ১১ মে পেশাগত দায়িত্ব পালনকালে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারান আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ। এ ঘটনা আলোড়ন তোলে গোটা বিশ্বে। ফিলিস্তিনি তদন্তে এটিকে উদ্দেশ্যমূলক হত্যাকাণ্ড বলে অভিযোগ করা হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply