দালাল প্লাসের সিইও-চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে ৮১ গ্রাহকের মামলা

|

অনলাইন প্ল্যাটফর্ম দালাল প্লাস ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম রাব্বি আল মামুন, চেয়ারম্যান সালেহ উদ্দিন মুরাদ ও ব্যবস্থাপনা পরিচালক মো. আজিজুক হক সুমনসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন প্রতিষ্ঠানটির ৮১ গ্রাহক। মঙ্গলবার (৫ জুলাই) সকালে মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলা দায়ের করেন।

মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। মামলা করা গ্রাহকরা জানান, মোটরসাইকেল, মোবাইলসহ বিভিন্ন পণ্য কিনতে দালাল প্লাস ডটকমে অর্ডার করেছিলেন তারা। কিন্তু কয়েক দফা সময় দিয়েও নির্ধারিত পণ্য বুঝে পাননি গ্রাহকরা। উল্টো গ্রাহকের নানাভাবে হুমকি ও হয়রানির অভিযোগ রয়েছে অনলাইন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। মামলা উল্লেখ করা হয়, ৮১ জন গ্রাহকের প্রায় আড়াই কোটি টাকা আটকে আছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply